মৌলিক লজিক গেইট পরিচিতি
OR Gate
যৌক্তিক যোগ (+)
যেকোনো একটি ইনপুট ১ হলেই আউটপুট ১ হয়।
AND Gate
যৌক্তিক গুণ (•)
সব ইনপুট ১ হলে তবেই আউটপুট ১ হয়।
NOT Gate
যৌক্তিক পূরক (')
ইনপুট যা দেওয়া হয়, আউটপুট তার উল্টো হয়।