মৌলিক লজিক গেইট: সংজ্ঞা, প্রকারভেদ ও চিত্রসহ সহজ ব্যাখ্যা | HSC ICT

মৌলিক লজিক গেইট: চিত্র ও ব্যাখ্যা | এইচএসসি আইসিটি

মৌলিক লজিক গেইট পরিচিতি

সংজ্ঞা: যে সকল ইলেকট্রিক সার্কিটে বুলিয়ান প্রক্রিয়ায় যোগ, গুণপূরকের কাজ করা হয়, তাকে মৌলিক লজিক গেইট বলা হয়।
OR Gate
যৌক্তিক যোগ (+)
A B Y=A+B

যেকোনো একটি ইনপুট ১ হলেই আউটপুট ১ হয়।

AND Gate
যৌক্তিক গুণ (•)
A B Y=A•B

সব ইনপুট ১ হলে তবেই আউটপুট ১ হয়।

NOT Gate
যৌক্তিক পূরক (')
A Y = A

ইনপুট যা দেওয়া হয়, আউটপুট তার উল্টো হয়।

Post a Comment

Previous Post Next Post