যৌগিক গেইট (Compound Gate)
ডিজিটাল ইলেকট্রনিক্স | আইসিটি ৩য় অধ্যায়
যৌগিক গেইট কাকে বলে?
একাধিক মৌলিক গেইট (AND, OR, NOT) ব্যবহার করে বা সমন্বয় করে যে নতুন গেইট বাস্তবায়ন বা তৈরি করা হয়, তাকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইট ৪ প্রকার
১
NOR Gate
সার্বজনীনOR + NOT গেইটের সমন্বয়ে গঠিত।
Y =
২
NAND Gate
সার্বজনীনAND + NOT গেইটের সমন্বয়ে গঠিত।
Y =
৩
X-OR Gate
বিশেষExclusive OR গেইট।
Y = B + A
৪
X-NOR Gate
বিশেষExclusive NOR গেইট।
Y =
📝 বিশেষ নোট: NOR ও NAND গেইটকে 'সার্বজনীন গেইট' (Universal Gate) বলা হয়, কারণ এগুলো দিয়ে যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব।