মৌলিক লজিক গেইট (Basic Gates)
ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিত্তি | HSC ICT ৩য় অধ্যায়
লজিক গেইট পরিচিতি
লজিক গেইট কী, এর প্রকারভেদ এবং ডিজিটাল সার্কিটে এর গুরুত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা।
পড়ুনOR Gate (অর গেইট)
যৌক্তিক যোগের গেইট। সমান্তরাল বর্তনীর মতো কাজ করে। ইনপুট A+B=Y সমীকরণ মেনে চলে।
OR গেইট টিউটোরিয়ালAND Gate (অ্যান্ড গেইট)
যৌক্তিক গুণের গেইট। শ্রেণিবদ্ধ বর্তনীর ন্যায় কাজ করে। A.B=Y সমীকরণ মেনে চলে।
AND গেইট টিউটোরিয়ালNOT Gate (নট গেইট)
ইনভার্টার বা উল্টানো গেইট। এটি ইনপুটকে বিপরীত করে দেয়। A'=Y সমীকরণ মেনে চলে।
NOT গেইট টিউটোরিয়াল