HSC ICT: মৌলিক লজিক গেইট (Basic Gates) পরিচিতি | Chapter 3

HSC ICT: মৌলিক লজিক গেইট টিউটোরিয়াল | Subir Biswas

মৌলিক লজিক গেইট (Basic Gates)

ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিত্তি | HSC ICT ৩য় অধ্যায়

লজিক গেইট পরিচিতি

লজিক গেইট কী, এর প্রকারভেদ এবং ডিজিটাল সার্কিটে এর গুরুত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা।

পড়ুন
OR

OR Gate (অর গেইট)

যৌক্তিক যোগের গেইট। সমান্তরাল বর্তনীর মতো কাজ করে। ইনপুট A+B=Y সমীকরণ মেনে চলে।

OR গেইট টিউটোরিয়াল
AND

AND Gate (অ্যান্ড গেইট)

যৌক্তিক গুণের গেইট। শ্রেণিবদ্ধ বর্তনীর ন্যায় কাজ করে। A.B=Y সমীকরণ মেনে চলে।

AND গেইট টিউটোরিয়াল
NOT

NOT Gate (নট গেইট)

ইনভার্টার বা উল্টানো গেইট। এটি ইনপুটকে বিপরীত করে দেয়। A'=Y সমীকরণ মেনে চলে।

NOT গেইট টিউটোরিয়াল

Post a Comment

Previous Post Next Post