HSC ICT: লজিক গেইট ও সত্যক সারণি (Truth Table)

সত্যক সারণি (Truth Table) | ICT

সত্যক সারণি (Truth Table)

বুলিয়ান অ্যালজেবরা ও ডিজিটাল লজিক

সংজ্ঞা: বুলিয়ান অ্যালজেবরায় ইনপুট মানের বিভিন্ন সমন্বয়ের ওপর আউটপুট মান নির্ভর করে। যে সারণির মাধ্যমে এই ইনপুট ও আউটপুট মান দেখানো হয়, তাকে সত্যক সারণি বলে।

নিয়ম: সত্যক সারণিতে n সংখ্যক চলক থাকলে মোট 2n টি লাইন বা সারি তৈরি হবে।

যৌক্তিক যোগ (OR)
সূত্র: X = A + B
A B আউটপুট (X)
000
011
101
111
যৌক্তিক গুণ (AND)
সূত্র: X = A · B
A B আউটপুট (X)
000
010
100
111
© ২০২৫ | এইচটিএমএল ও সিএসএস দ্বারা ডিজাইনকৃত

Post a Comment

Previous Post Next Post